বকশীগঞ্জের সাধুরপাড়ায় ভিজিএফ এর চাল বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। ২৭ এপ্রিল বুধবার বেলা ১১ টায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। 
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ভিজিএফের চাল বিতরণকালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, পিআইও মজনুর রহমান, ট্যাগ অফিসার কাজী শোয়াইব আজমী, ইউপি সচিব আবদুল লতিফ, ইউপি সদস্য গাজী মো আমর আলী  উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধুরপাড়া ইউনিয়নে ৪ হাজার ৮২৫ টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.