বই মানুষকে আলোকময় জগতে পৌঁছতে সহায়তা করে – অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য

 

চট্টগ্রাম ব্যুরো: বইয়ের পাতায় যে প্রদীপ জ্বলে, সে আলোকশিখা জীবন-জগতের সব নিকষকালো অন্ধকার দূর করে একটি আলোঝল জীবন, সমৃদ্ধ স্বদেশ সোনার বাংলা, মানবিক পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে।শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী অর্পণ সংকলিত এবং সুমন কুমার বনিক ও চন্দন নাথ কর্তৃক প্রকাশিত গীতা দর্পণ ও জ্যোতি দর্পণ গ্রন্থদ্বয়ের ২য় সংস্করণের প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন।

গত ২১ জুন বিকাল ৪টায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রমুগ্ধ প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শ্রী শুভাশীষ চৌধুরী।
অধ্যাপক সুব্রত কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, প্রাবন্ধিক, ধর্মগবেষক ও গ্রন্থ-প্রণেতা শ্রীসুদর্শন চক্রবর্তী, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা এডভোকেট শ্রী তপন কান্তি দাশ, উপদেষ্টা ও জনতা ব্যাংকের সাবেক এজিএম শ্রী শম্ভু দাশ, এডভোকেট শ্রী প্রবীর ভট্টাচার্য্য, বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যভাষা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শ্রী মিলন কান্তি দেবনাথ, বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী শুভাশীষ শর্মা, বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাগীশিক কেন্দ্রীয় সংসদের দাতা সদস্য ডাঃ শ্রী জয়টু কুমার শীল, উত্তর জেলার সাধারণ সম্পাদক শিবু দাশ।
উক্ত প্রমুগ্ধ প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন গীতা দর্পণ গ্ৰন্থের প্রকাশক শ্রী চন্দন নাথ, জ্যোতি দর্পণ গ্ৰন্থের প্রকাশক শ্রী সুমন বণিক, সহযোগী সংকলক লায়ন বরুণ আচার্য্য বলাই, পণ্ডিত শ্রী জে কে শর্ম্মা (ধর্ম্মাচার্য্য), বাগীশিক কেন্দ্রীয় নেতা বিকাশ চৌধুরী, অনুপম নাথ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি বিপ্লব পাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিকু শীল, উজ্জ্বল ভৌমিক, সৈকত দাশ, দেবপ্রসাদ চক্রবর্তী, শংকর চক্রবর্তী, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী শ্যাম সুন্দর বৈষ্ণব, ফটিকছড়ি উপজেলা সংসদের সহ সভাপতি শ্রী মানস চক্রবর্তী, প্রভাষক রুপন দাশ, সাংগঠনিক সম্পাদক আদিত্য দাশ সৈকত, ডাঃ অমিত ভৌমিক সৈকত, স্মৃতি রঞ্জন নাথ বাবু, রনঞ্জিত নাথ প্রমুখ।
বক্তারা আরো বলেন, লেখক শ্রী প্রিয়াশীষ চক্রবর্তী’র সুলিখিত দু’টি গ্রন্থ গীতা দর্পণ ও জ্যোতি দর্পণ পাঠকনন্দিত হবে এবং জ্ঞানসমৃদ্ধ সুন্দর-মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে- এ প্রতীতি লালন করি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.