বইমেলায় বঙ্গবন্ধু ও জাপান এবং শহীদ এএইচএম কামারুজ্জামান গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন রাসিক মেয়র


প্রেস বিজ্ঞপ্তি: অমর একুশে বইমেলায় বিশ্বসাহিত্য ভবন কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও জাপান’ এবং ‘শহীদ এএইচএম কামারুজ্জামান’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বসাহিত্য ভবনের স্টলের সামনে বই দুটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বিশ্বসাহিত্য ভবন এর সংশ্লিষ্টসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.