ফ্লোরিডায় ইয়োগা স্টুডিওতে বন্দুকধারীর হামলা, নিহত ২
বিটিসি নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ইয়োগা স্টুডিওতে হামলা চালিয়েছে বন্দুকধারী। এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজ্যের তালাহাস্সি শহরের একটি ইয়োগা ক্লাবে বন্দুকধারী হামলা চালায়। এতে দুইজন নিহত ও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত রয়েছেন। তবে তাদের অবস্থা কেমন সে বিষয়ে জানা যায়নি।
এ বিষয়ে রাজ্য পুলিশ প্রধান মাইকেল ডিলিও বলেন, গতকাল ০২ নভেম্বর শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটে বন্দুকধারীর হামলার ফোন পাই আমরা। দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
ছবি:সংগৃহিত
এর মধ্যে একজনের আশপাশে বেশ কয়েকটি পিস্তল পাওয়া যায়। গুলির ঘটনার পর হামলাকারী নিজেও আত্মহনন করে বলে জানিয়েছে পুলিশ।
হামলায় একজন অংশ নিয়েছে, তবে এ ঘটনার পর ওই এলাকার জনগণের জন্য অন্য কোনো ‘হুমকি’ নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ প্রধান মাইকেল।
এ ঘটনায় এক টুইট বার্তায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তালাহাস্সির মেয়র অ্যান্ড্রু গিলুম। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসাও করেছেন তিনি।
(সূত্র: বিবিসি বাংলা) #
Comments are closed, but trackbacks and pingbacks are open.