ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনে বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ওলামা পরিষদ ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী মুসলমানদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০২ নভেম্বর) বাদ জোহর থানা সদর থেকে বিক্ষোভ মিছিল অত্র এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠ চত্ত্বরে বিশাল বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ জালাল উদ্দিন এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জদুল হক রেজা,আলহাজ্ব হেলাল উদ্দিন,আলহাজ্ব গেলাম মাওলা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্স মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছে তা বিশ্বের দুই’শ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই অসভ্য কর্মকান্ড বন্ধ করতে হবে এবং অবিলম্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী ফ্রান্স ও ম্যাক্রো সরকারকে মুসলিম দেশের শাসকদের বয়কট করার আহ্বান জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম মুছা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.