ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচন: এগিয়ে কট্টর ডানপন্থী দল, ধরাশয়ী ম্যাক্রোর জোট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে এগিয়ে আছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। দেশটির বুথফেরত জরিপে বলা হয়েছে, এ নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করতে যাচ্ছে আরএন।
অন্যদিকে ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। তবে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জোট। প্রথম ধাপের নির্বাচনে ম্যাক্রোর এনসেম্বল জোট ২০ দশমিক ৫ শতাংশ থেকে ২৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেরিন লে পেনের দলই ফ্রান্সের রাজনীতিতে প্রভাব রাখতে যাচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার পথে তারা এগিয়ে। ইতোমধ্যে আরএনের সমর্থকরা উল্লাস শুরু করেছেন। 
গতকাল রোববার ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়। ইপসোসসহ চারটি সংস্থার বুথফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে। আগামী ৭ জুলাই দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.