বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণাঞ্চলের লাভানডোতে অ্যারোবেটিক শো চলাকালীন একটি ‘ফৌগা ম্যাজিস্টার জেট’ ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলটের মৃত্যু হয়েছে। সামরিক কর্মকর্তারা এই পরিস্থিতিতে অনুষ্ঠানটি বাতিল করেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার ফরাসি কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
৬৫ বছর বয়সী পাইলটের মৃতদেহও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে। ফৌগা ম্যাজিস্টার বিমানটি ফরাসি বিমানবাহিনীর অভিজাত অ্যাক্রোবেটিক ফ্লাইং দলের একটি প্রদর্শনের ঠিক আগে লে ল্যাভানডোতে পারফর্ম করছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নির্মিত ফৌগা ম্যাজিস্টার বহু বছর ধরে ফরাসি সেনাবাহিনী প্রশিক্ষক জেট এবং অ্যারোবেটিক প্লেন হিসেবে ব্যবহার করেছিল।
এতে কোনো ইজেকশন সিট নেই।
রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
রাশিয়ায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত এবং তিনজন আহত হয়েছেন। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় সাইবেরিয়ার আকাশে এ সামরিক বিমান বিধ্বস্ত হয়।
শুক্রবার (১৬ আগস্ট) এ কথা জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ।
তিনি বলেন, টিইউ-২২এম৩ নামের বিমানটি বৃহস্পতিবার রাতে ইরকুৎস্কের একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় একজন পাইলট প্রাণ হারিয়েছেন এবং আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.