ফ্রান্সের ব্যাস্টিল ডে প্যারেডে যোগ দেবেন মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী জুলাইয়ে ফ্রান্স যাচ্ছেন। তিনি ১৪ জুলাই বাস্টিল দিবসের কুচকাওয়াজে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেবেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ফরাসি সেনাবাহিনীর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীও কুচকাওয়াজে অংশ নেবে। ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মোদিকে আমন্ত্রণ জানান।

ম্যাক্রোঁ হিন্দি ও ফরাসি ভাষায় টুইট করে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণের কথা জানান। তিনি লিখেছেন, ‘প্রিয় নরেন্দ্র, প্যারিসে ১৪ ই জুলাই প্যারেডে আপনাকে সম্মানিত অতিথি হিসেবে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত বোধ করব।’

উল্লেখ্য, গত বছরও ফ্রান্স সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তাকে দেখার সঙ্গে সঙ্গে উষ্ণ অভ্যর্থনা জানান। আবারও দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি দেখা যাবে। দুই নেতার বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে প্রতিরক্ষা পর্যন্ত বিভিন্ন বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.