BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফ্যাসিবাদীদের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – দুলু

ফ্যাসিবাদীদের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে – দুলু

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন ও খুনি হাসিনার বিচার যত এগিয়ে আসছে ফ্যাসিবাদের অপতৎপরতা তত বৃদ্ধি পাচ্ছে। তাই ফ্যাসিবাদীদের অপতৎপরতা রুখে দিতে ফ্যাসিবাদ রিবোধী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পলাতক স্বৈরাচার হাসিনার সহযোগীরা গত কয়েক দিনে খোদ রাজধানীতে যেভাবে আগুন-সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য এটা একটা সতর্কবার্তা। দুলু বলেন, ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক সকল শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসীবাদী দলের প্রধান ও তাদের নেতারা প্রতিবেশি দেশে বসে থেকে বুঝতে পেরেছে তাদের সকল অপকর্মের বিচার দ্রæত আদালতের মাধ্যমে হয়ে যাবে। তারা অপকর্মের শাস্তি পাবে। নির্বাচনও তারা আর ঠেকাতে পারবে না। তাই প্রতিবেশী দেশে বসে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।

বৃহস্পতিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনোকুড়া ঈদগাহ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

স্থানীয় বিএনপি নেতা নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজ উদ্দিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।

সমাবেশে দুলু আরো বলেন, দেশের মানুষ একটি নিরপেক্ষ সুন্দর নির্বাচন ও আওয়ামী লীগের সকল অপরাধের বিচারের জন্য অপেক্ষা করছে। দেশের মানুষ নির্বাচন চায় এবং আওয়ামী লীগ শাসনের নামে জাতির উপরে যে হত্যা, গুম, লুটপাট নির্যাতন করেছে এগুলোর বিচার চায়। জুলাই অভ্যুত্থ্যানে তারা যে নারকীয় হত্যাকান্ড করেছে তার বিচার চায়। আগামী নির্বাচনে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে শান্তি শৃংখলা ফিরে আসবে মানুষ সেই প্রত্যাশা করলেও আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আগুন সন্ত্রাস করে বিচার ও নির্বাচন বানচাল করতে চায়।

দুলু বলেন, দেশের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দিবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?