ফোরলেন রাস্তার কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাসিক প্রতিবেদক: রাজশাহী বাইপাস খড়খড়ি মোড় থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে পর্যন্ত নির্মাণাধীন ফোরলেন রাস্তার কাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার দুপুরে কাজ পরিদর্শনে যান মেয়র। এ সময় রাস্তার কাজের অগ্রগতিসহ সার্বিক খোঁজখবর নেন তিনি।

জানা গেছে, রাজশাহী বাইপাস খড়খড়ি মোড় থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পর্যন্ত ফোরলেন রাস্তা ও রেলক্রসিংয়ে ফøাইওভার নির্মাণ করা হচ্ছে। ফোর লেনের ৫ কিলোমিটার রাস্তা এবং ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০৬ কোটি টাকা। আজ শনিবার প্রকল্পটির রাস্তার নির্মাণ কাজের অগ্রগতি দেখতে যান মেয়র খায়রুজ্জামান লিটন।

এ সময় ফ্লাইওভার ও রাস্তা নির্মাণ কাজের প্রকল্প পরিচালক ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক, সহকারী নগর পরিকল্পক রাহেনুল ইসলাম রনি, উপ সহকারী প্রকৌশলী আবুল কাসেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.