ফোনালাপ ফাঁস সরকারের কূটচাল : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধিআজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচনে থাকা না থাকা নিয়ে বিএনপিতে কোনো মতবিরোধ নেই।ফোনালাপ ফাঁস সরকারের কূটচাল। ভোটের উৎসব নয়, সারা দেশে ভীতিকর পরিবেশ বিরাজ করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দশ বছর পরে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে। সেই অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া ছিল উৎসবমুখর-আনন্দময়। উৎসবমুখর পরিবেশ আমি দেশের কোথাও পায়নি। বরং আমরা যে খবরগুলো পাচ্ছি, সেই খবরগুলো খুবই ভীতিকর।

তিনি বলেন, আমাদের প্রার্থী-এজেন্টরা দাঁড়াতে পারছে না। এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সহায়ক নয়। তারপরও আমরা নির্বাচনে আছি একটি মাত্র কারণে, জনগনের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। এবারও জনগণ ভোটের মাধ্যমে সব পরিস্থিতি বদলে দেবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.