ফের দক্ষিণ চীন সাগরে সাপ্লাই জাহাজ পাঠাচ্ছে ফিলিপাইন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের প্রতিরক্ষা প্রধান জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরের একটি উপহৃদে অবস্থানকারী ফিলিপাইনি সৈনিকদের জন্য রিসাপ্লাই জাহাজ পাঠানো হবে। গত সপ্তাহে পাঠানো সাপ্লাই জাহাজকে বাধা দিয়েছিল চীনা কোস্টগার্ড।
আজ রবিবার (২১ নভেম্বর) এসব জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেনজানা জানিয়েছেন, তিনি ফিলিপাইন-অধিকৃত দ্বিতীয় থমাস শোলে পুনরায় সরবরাহকারী জাহাজগুলো ফেরত পাঠানোর জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এবার চীন হস্তক্ষেপ করবে না।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দুটি ফিলিপাইনি সাপ্লাই বোটের ওপর জলকামান ছুড়েছে তিনটি চীনা কোস্টগার্ড জাহাজ। বৃহস্পতিবার ঘটে এ ঘটনা। পরে জাহাজ দুটি সাপ্লাই না দিয়ে ফেরত আসতে বাধ্য হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.