ফের ড্র রিয়ালের, ভারসাম্য নেই বললেন আনচেলত্তি

বিটিসি স্পোর্টস ডেস্ক: মায়োর্কার সঙ্গে ড্র করে এবারের লা লিগা মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে জয় পেলেও ফের হোঁচট খেয়েছে লস ব্লাঙ্কোরা। নিজেদের তৃতীয় ম্যাচে লাস পালমাসের সঙ্গে পয়েন্ট খুইয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে দুই ড্রয়ের পর দলে ভারসাম্য নেই বলে মন্তব্য করেছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে  লাস পালমাসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পঞ্চম মিনিটে আলবার্তো মোরেইরোর গোলে পিছিয়ে পরে লস ব্লাঙ্কোরা। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
এরপর চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয় রিয়াল। তিন ম্যাচ শেষে এখনো গোলের দেখা পাননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে কোচ আনচেলত্তি বলেন, ‘দল ভারসাম্যপূর্ণ নয়। মুভমেন্ট ও বল পুনরুদ্ধারের অভাব ছিল, যেমনটি মায়োর্কাতেও হয়েছিল। আমরা দ্রুত একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে যাচ্ছি। গত মৌসুমের দৃঢ়তা বজায় রাখার জন্য সংগ্রাম করছি। আমাদের অজুহাত খুঁজলে হবে না কারণ সূচি অনেক ঠাঁসা।’

Comments are closed, but trackbacks and pingbacks are open.