ফেরি থেকে পদ্মা নদীতে পড়ল কাভার্ডভ্যান

রাজবাড়ী প্রতিনিধি: ফেরি থেকে নামতে গিয়ে পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান পদ্মা নদীতে পড়ে যায়। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
এতে ওই কাভার্ডভ্যানের চালক শাহীন শেখ (৩২) আহত হন। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের দায়িত্বরত কর্মচারী জাকির হোসেন বলেন, রো রো ফেরি এনায়েতপুরী পাটুরিয়াঘাট থেকে ছেড়ে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আসে। এ সময় ফেরিতে থাকা গাড়িগুলো আনলোড হচ্ছিল। হঠাৎ তখন কাভার্ডভ্যানটি পন্টুন থেকে ওপরে উঠতে গিয়ে পেছনে সরে গিয়ে গাড়িটি পদ্মা নদীতে পড়ে যায়।
এ বিষয়ে দৌলতদিয়া বিআইডব্লিউটিসি ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন বিটিসি নিউজকে বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে এনায়েতপুরী ফেরি থেকে কাভার্ডভ্যানটি নদীতে পড়ে যায়। আমরা ওই কাভার্ডভ্যানের সংশ্লিষ্ট অফিসে বিষয়টি জানানোর চেষ্টা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাজবাড়ী প্রতিনিধি মো. আব্দুল জলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.