ফেব্রুয়ারি ছাড়া খোঁজ নেয় না কেউ এই ভাষাসৈনিকের

লালমনিরহাট প্রতিনিধি: ভাষা আন্দোলনে লালমনিরহাটের যেসব ভাষাসৈনিক সক্রিয় ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে আবদুল কাদের বেঁচে আছেন। তার বাড়ি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গা (হলদিটারি) গ্রামে।
সরেজমিনে এই ভাষাসৈনিকের বাড়িতে গিয়ে জানা যায়, বয়সের ভারে নুয়ে পড়া আবদুল কাদেরের শরীরের অবস্থা ভালো নেই। এ সময় ভাষাসৈনিক আবদুল কাদের অভিযোগ করে বলেন, প্রতিবছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই ডাক পড়ে। জেলা প্রশাসন রুটিন মাফিক একটি আমন্ত্রণপত্র প্রেরণ করে ডেকে নিয়ে সংবর্ধনা দেয়। কিন্তু বছরের বাকি ১১ মাস কেউ খোঁজ রাখে না।
আবদুল কাদের জানান, ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয় থেকে ভাষা আন্দোলনের জন্য ভাষাসংগ্রাম পরিষদ গঠিত হয়। ২৩ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বাড়িতে চলে যায়। তখন পুলিশের খাতায় পাকিস্তানবিরোধী হিসেবে চিহ্নিত হন ভাষাসংগ্রাম পরিষদের সদস্যরা।
আবদুল কাদের ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সে সময় ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তারা। তিনি লালমনিরহাটে গঠিত ভাষাসংগ্রাম পরিষদের সম্পাদক ছিলেন। ২৩ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে আবদুল কাদেরসহ ভাষাসংগ্রাম পরিষদের কয়েকজন সদস্য লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য বিদ্যালয়ে চলে আসে।
পুলিশের গ্রেপ্তার এড়াতে কৌশলে ছাত্রনেতারা বিদ্যালয়ের জানালা দিয়ে পালিয়ে যান। পরে তারা চিহ্নিত হলে পুলিশ তাদের ধরে এনে থানায় আটকে রাখে। কিন্তু তারা তখন থানা হাজত থেকেই ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দেওয়া শুরু করেন। একপর্যায়ে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।
আবদুল কাদের ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বর্তমানে তিনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা (হলদিটারি) গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করছেন।
উল্লেখ্য, ১৯৫২ সালে ভাষা আন্দোলন-সংগ্রামে সারা দেশের মতো সক্রিয় ভূমিকায় ছিলেন লালমনিরহাটের ছাত্রসমাজ ও রাজনৈতিক নেতারা। তারা ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাতৃভাষার দাবিতে আন্দোলন করেছেন। জেলায় জীবিত ও মৃত নারী-পুরুষ মিলে ১২ জন ভাষাসৈনিক ছিলেন। এদের মধ্যে ১১ জন মারা গেছেন। তারা হলেন- আশরাফ আলী, ড. শাফিয়া খাতুন, মনিরুজ্জামান, আবদুল কুদ্দুছ, কমরেড শামসুল হক, মহেন্দ্র নাথ রায়, আবিদ আলী, জরিনা বেগম, জাহানারা বেগম (দুলু), কমরেড সিরাজুল ইসলাম ও জহির উদ্দিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.