ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার

ফেনী প্রতিনিধি: ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি); যার আনুমানিক মূল্য ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী এলাকা সংলগ্ন সীমান্তবর্তী মুজাফফর মসজিদ নামক স্থান থেকে পিকআপসহ কাপড়গুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীন ফেনী ব্যাটালিয়নের বিওপির বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে মুজাফফর মসজিদ নামক স্থানের পাকা রাস্তার ওপর একটি পিকআপ ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাকটি থামানোর জন্য সংকেত দেয়। টহল দলকে দেখে চালক পিকআপ রেখে পালিয়ে যায়। এ সময় গাড়িটি তল্লাশি করে ভারতীয় থান কাপড়ের ২০টি গাইট উদ্ধার ও পিকআপ জব্দ করা হয়।
ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিটিসি নিউজকে জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত কাপড়গুলো ফেনী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.