ফেনী সরকারী কলেজে ডিজিটাল পদ্ধতি হাজিরা


ফেনী প্রতিনিধি: ঐতিহ্যবাহী ফেনী সরকারী কলেজ ডিজিটাল বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু হয়। আজ মঙ্গলবার ( ২৬ নভেম্বর)বায়োমেট্রিক হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।

অধ্যক্ষ বলেন- শিক্ষার্থীরা কলেজে প্রবেশের সময় ডিজিটাল হাজিরা দিতে হবে এবং কলেজ গেইটের পাশে ১০ টি বায়োমেট্রিক হাজিরা মেশিন বসানো হয়েছে। সকাল ৮.৩০-৯.৩০ পর্যন্ত এ মেশিন চালু থাকবে নির্দিষ্ট সময়ের পর কেউ হাজিরা দিতে পারবে না। এতে করে কলেজে দেরী বা না আসার প্রবনতা ও কমে যাবে ।

তিনি আরো বলেন- আমরা এখন ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি । সকল ক্ষেত্রেই ডিজিটালাইজেশেন হচ্ছে সেই ধারাবাহিকতায় আমাদের কলেজের ডিজিটাল হাজিরা চালু হল । অভিভাবকরা তাদের সন্তানের উপস্থিতি জানতে পারবে খুব সহজে মোবাইলের মাধ্যমে মেসেজ পাবে ।

 

ডিজিটাল হাজিরা উদ্বোধন সময় উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল কাইয়ুম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান শিব প্রসাদ দাস , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোক্তার হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান লিয়াকত আলী লিকু, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হূমায়ুন কবির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মঞ্জুরুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান দোলন কৃষ্ণ সাহা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কাউসার আহামেদ, ফেকসু ভিপি তোফায়েল আহমেদ তপু ,ফেকসু জিএস রবিউল হক রবিন ।

কলেজের বিভিন্ন শিক্ষকমন্ডলী, ফেকসু নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.