ফেনী শহরে যানজট, ফুটপাত করতে সবার সহযোগীতা চাই মেয়র হাজী আলাউদ্দিন

ফেনী প্রতিনিধি: ফেনী শহরে যানজট, ফুটপাত, যেখানে সেখানে  গাড়ি পার্কিং প্রতিরোধ করতে আজ ১১ জুলাই বৃহস্পতিবার পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শহরের মূলফটকে পর্যবেক্ষণ করেন।

পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন জানান, ট্রাংক রোড,  শহিদ শহিদুল্লাহ  সড়কে কোন ধরনের অবৈধ পার্কিং করতে দেয়া হবে না। কেউ আদেশ না মানলে তাদের  আইনের আওতাধীন ব্যবস্থা নেয়া হবে।

পৌরসভার কনজারভেটিভ অফিসার সরোয়ার আলম জানান, মেয়রের নির্দেশনা অনুযায়ী পৌরসভার সকল-কর্মচারীদের নিয়ে যানজট,ফুটপাত, অবৈধ পার্্কিং  মুক্ত অভিযান অব্যাহত থাকবে।

গত মঙ্গলবার পৌরসভার মাসিক সম্মেলন কক্ষে ব্যবসাসমিতি, রিক্সা,সিএনজি,গ্রীন টাউন সার্ভিসের মালিক সমিতি  সাথে মতবিনিমিয় সভায় করেন   মেয়র হাজী আলাউদ্দিন। মতবিনিময় সভা পৌর মেয়র বেশ কিছু গুরুত্বর্পূন কথা বলেন। শহরের যানজট, ফুটপাত মুক্ত করতে  ব্যবসাসমিতি, রিক্সা,সিএনজি,গ্রীন টাউন সার্ভিসের মালিক সমিতি  এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষনা দেন।

ঘোষনা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পৌরসভার কনজারভেটিভ অফিসার সরোয়ার আলমের নেতৃত্বে পৌরসভার কর্মচারীরা ট্রাংক রোড়ে খেজুর চত্বরে অবস্থান নেন।  সকল  ১০ টায়   মেয়র হাজী আলাউদ্দিন খেজুর চত্ত্বরে এসে সড়কের বাম পাশে রিক্সা, ডান পাশে সিএনজি অটোরিক্সা ও নির্দিষ্ট স্থানে টাউন সার্ভিস দাঁড়াতে এবং অন্য গাড়ী চলাচলের শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করা হয়। পরিবহন চালকদের সাথে কথা বলে পৌরসভার নির্দেশনা মেনে গাড়ি চালানোর নির্দেশ জানান মেয়র। একইসাথে সড়কে অবৈধ পার্কিং করা হলে কাগজপত্র জব্দ করার নির্দেশ দেন। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা করতে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের অনুরোধ জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃদেলোয়ার হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.