ফেনী পৌরসভা নির্বাচনে আ’ লীগ প্রার্থী স্বপন মিয়াজী বিপুল ভোটে বিজয়ী

ফেনী প্রতিনিধি: ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী ৬৯৩০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষ প্রতীকের আলাল উদ্দিন আলাল পেয়েছেন এক হাজার ৯৪৯ ভোট,জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন লাঙ্গল প্রতীকে ২১০ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকে মোহাম্মদ গোলামুর রহমান আজম পেয়েছেন ২৫১ভোট,জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম)সিংহ প্রতীকে তারিকুল ইসলাম পেয়েছেন ৩২০ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাসির উদ্দিন পাটওয়ারী।
উল্লেখ্য; মোট ভোটার ৯১ হাজার ৬শ ৬২ জন। ৪৫টি কেন্দ্রের মধ্যে ভোট গ্রহণ করা হয়েছে ৭২ হাজার ৬শ ৫৪ ভোট। বৈধ ভোট ৭২ হাজার ৩৯ ভোট ও বাতিল করা হয়েছে ৬১৪ ভোট।
আজ শনিবার রাত ৮টায় জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণাকালে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জানান, এছাড়া ৫নং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে আনারস প্রতীকে মঞ্জু রানী দেবী  ৯৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকে রোকসানা আক্তার ২৪১ ভোট পেয়েছেন।
সাধারণ কাউন্সিলর পদে ৭ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের বাহার উদ্দিন বাহার ৫৫৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি গাজর প্রতীকের ফজলুল হক তালুকদার পেয়েছেন ৫৩ ভোট।
৮ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মফিজ উল্ল্যাহ উটপাখি প্রতীকে ৩২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রেজাউল করিম মজুমদার পলাশ ডালিম প্রতীকে পেয়েছেন ৫ ভোট।
১০নং ওয়ার্ডে মোহাম্মদ খালেদ খান উটপাখি প্রতীকে ৫৭৮৬ ভোট বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক উল্লাহ মজুমদার ডালিম প্রতীকে পেয়েছেন ৬৪ ভোট।
১২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে উটপাখি প্রতীকে মোঃ হারুন-অর-রশিদ ১৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গাজর প্রতীকে নিজামুদ্দিন পেয়েছেন ৭ ভোট, আবুল মনসুর নয়ন টেবিল ল্যাম্প প্রতীকে ০ ভোট, মোকসেদুল আলম টিপু ডালিম প্রতীকে পেয়েছেন ৩ ভোট।
১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে গাজর প্রতীকে এম. নুরুল ইসলাম পেয়েছেন ১৮৫ ভোট, নুরুল আলম দিদার উটপাখী প্রতীকে পেয়েছেন ২৮৭৩ ভোট, তাজুল ইসলাম ডালিম প্রতীকে পেয়েছেন ১২২ ভোট।
১৫ নং ওয়ার্ডে মোহাম্মদ মাইনুদ্দিন গাজর প্রতীকে পেয়েছেন ৭২ ভোট, মাহবুবুল হক উটপাখি প্রতীকে ১৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. মিজানুর রহমান ডালিম প্রতীকে পেয়েছেন ৬ ভোট।
১৭ নং ওয়ার্ডের উটপাখি প্রতীকে মোহাম্মদ মানিক ১১০২ ভোটে বিজয়ী হয়েছেন। মো. বেলাল হোসেন গাজর প্রতীকে পেয়েছেন ২৭ ভোট, মুহাম্মদ নাসিরুদ্দীন ডালিম প্রতীকে পেয়েছেন ২৯২ ভোট।
১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদে সালেহ মোহাম্মদ কাউসার টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৩৭১ ভোট, শরিফুল ইসলাম ডালিম প্রতীকে ১৮২ ভোট, সাইফুর রহমান উটপাখি প্রতীকে২৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.