ফেনী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
ফেনী প্রতিনিধি: ফেনী ডায়াবেটিক সমিতির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য আজিজ আহম্মদ চৌধুরী।
সমিতির সভাপতি এডভোকেট আকরামুজ্জমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, সদস্য বাহার মিয়া, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ফজলুল ওহাব চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ চন্দ্র রায়, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ আশিকুল ইসলাম ও ভারত থেকে আগত বিখ্যাত সাইক্লিস্ট সম্রাট মৌলিক প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সম্পাদক সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, কার্যকরী পরিষদ সদস্য মোসলেহ উদ্দিন বাদল, আলহাজ্ব আবুল কাসেম, আবু নাসের চৌধুরী কচি, জহিরুল আলম জহির, মজিবুর রহমান ভূঞাঁ, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজিব খগেশ দত্তসহ আজীবন সদস্যবৃন্দ এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, অন্যান্য ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীগণ।
সমিতির প্রতিষ্ঠাকালে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান এবং যারা ইতিমধ্যে মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি সহ অন্যান্য বক্তাগণ তাঁদের বক্তব্যে অত্র হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এর অগ্রগতিতে কর্মকর্তা-কর্মচারী সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.