ফেনী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশায় আগুন

ফেনী প্রতিনিধি: ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে গেছে সিএনজি চালিত অটোরিকশা। পালিয়ে বাঁচলেন অটোরিকশা চালক। আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) বিকেলে শহরের ট্র্যাংক রোডের কেন্দ্রীয় জামে মসজিদ সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পৌছে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই সিএনজি অটোরিকশার বেশিরভাগই আগুনে পুড়ে যায়।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে  জানান, প্রাথমিক তদন্তে মনে হয় ব্যাটারি টার্মিনাল থেকে এ আগুনের সূত্রপাত হয়। সিএনজি অটোরিকশায় প্রথমে একটি বিস্ফোরণের শব্দ হয়। এর পরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় অটোরিকশায় থাকা দুই যাত্রী ও চালক দ্রুত নেমে যায়। শহরে যানজট থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

ঘটনার পর আগুনে পুড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি ফেনী মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.