ফেনীর বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার উত্তর ধলিয়া বাগের হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শতাধিকেরও বেশি পরিবারের মাঝে মানবিক সহায়তা খাদ্য সাম‍গ্রী বিতরণ করে।
বৃহস্পতিবার (১৩ মে) বিকালে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এলাকায় ঘুরে ঘুরে বাড়ীতে বাড়ীতে গিয়ে বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করে।
প্রত্যেক খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল – দুধ, চিনি, সেমাই, রসুন, পেঁয়াজ, মসলাগুঁড়া, লবণ, চিনিগুড়া চাল, মুরগী, তেল, আলু সহ ইত্যাদি। বাগেরহাট উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে বর্তমানে কর্মরত – অবসরপ্রাপ্ত সরকারি-বেসরকারি কর্মকর্তা, ১৯৭২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সনে বিদ্যালয়ে পড়ুয়া প্রাক্তন শিক্ষার্থীরা এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.