ফেনী প্রতিনিধি: ফেনীর সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধ, কসমেটিকসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৭ জুন) ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল ভোরে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মাদক, ওষুধসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে। এগুলো আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ ৮৩ হাজার ৩৯০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনীর ৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বিটিসি নিউজকেবলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.