ফেনীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ইং


ফেনী প্রতিনিধি:  স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চার অভ্যাসসহ ৭টি সুনির্দিষ্ট লক্ষ্য ও মূল্যবোধ অর্জনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শনিবার স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী মনোনয়ন, নির্বাচন পরিচালনা, ভোটগ্রহণ ও ফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে উৎসবের আমেজে ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভোট কেন্দ্রে প্রবেশের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির জন্য প্রতিটি শ্রেণিতে ৩ জন করে প্রতিদ্বন্ধীতা করে। নির্বাচনে দিবা শাখার ১ হাজার ১শ শিক্ষার্থী ভোট দিয়েছে বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে। এছাড়া ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল সহ জেলার বিভিন্ন স্কুলে একই চিত্র দেখা গেছে।

জানা গেছে, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে পরিবেশ উন্নয়ন, বৃক্ষ রোপন ও বাগান তৈরী, পুস্তক ও শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য বিষয়ক, ক্রীড়া ও সংস্কৃতি, পানি ও সম্পদ, অভ্যর্থনা ও আপ্যায়ন বিষয়ক প্রতিনিধি এ ৭টি পদে শিক্ষার্থীরা প্রতিদ্বন্ধিতা করেছে। শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের বিভিন্ন দাবী বাস্তবায়ন, বিদ্যালয়ের উন্নয়নসহ বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করানোর কাজে সহযোগীতা করবে।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ তৈরি হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, জেলার ১শ ৯৬টি স্কুল ও ৬০টি মাদরাসায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং, পোলিং, এজেন্টসহ সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.