ফেনীতে লালন শাহ তিরোধান দিবস পালন

ফেনী প্রতিনিধি: ফেনীতে বাউল সম্রাট লালন শাহ এর ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: সুমনী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা  শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ ওয়াহিদুজজামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,বাউল সম্রাট লালন শাহ শুধু আমাদের দেশের নয়,সারা পৃথিবীর একটা সম্পদ। একজন অক্ষর, জ্ঞান ছাড়া মানুষ সমাজের জন্য একটা আদর্শ হবে কেউ কখনো ভাবেনি।
তিনি আরো বলেন,লালন শুধুমাত্র একজন বাউল শিল্পী না,তিনি একজন সমাজ সংস্কারক। তাঁর অসাধারণ গানের মাধ্যমে তিনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
আবৃত্তিকার এম,এফ রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম জাকারিয়া,ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মোস্তাক হোসেন,সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হোসেন বাবলু।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি। বাউল সম্রাটকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন আবৃত্তিকার এডভোকেট সাইফুদ্দিন শাহীন, প্রবন্ধ বিষয়ক আলোচনা করেন কবি শাবিহ মাহমুদ।
শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.