ফেনীতে ভেজাল মসলা কারখানায় র‍্যাবের অভিযান, গ্রেপ্তার-১,ভেজাল মসলা জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনী পৌর শহরের আবু বক্কর সড়কে রবিন্দ্র ক্রাশিং মিলে অভিযান চালিয়ে মসলায় ভেজাল মিশ্রনের সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ ৪৭ হাজার টাকা।
ফেনীস্থ র‌্যাব-৭ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ নুরুজ্জামান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৭ আগস্ট) ফেনী পৌরসভাস্থ আবু বক্কর সড়কের রবিন্দ্র ক্রাশিং মিলে মসলায় ভেজাল মিশ্রনের সময় হাতেনাতে আনোয়ার হোসেন (৪৪)নামের একজনকে আটক করে র‌্যাব-৭ এর সদস্যরা।
এসময় ৮ বস্তা রং মিশ্রিত মরিচ ও হলুদের গুড়া, ৭০ কেজি ধনিয়া, ৮ কেজি গোল মরিচ, ২৮ কেজি বেসন ও ৩৪ কেজি রং এর পাউডার উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে অসাদুপায় অবলম্বন করে বিভিন্ন মসলার সাথে রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রন করে ভেজাল মসলা তৈরী করে আসছে। ভেজাল পন্য নামীদামী কোম্পানীর মোড়কে ফেনী ছাড়াও বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে।
পরে গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামালসহ মামলা দায়েরের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.