ফেনীতে বিশ্ব শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা 

ফেনী প্রতিনিধি:  আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো”- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে পালন করা হয়েছে বিশ্ব শিশু দিবস-২০১৯। এ উপলক্ষে সোমবার (৭ অক্টোবর) সকালে ফেনীতে একটি শোভাযাত্রা বের করা হয়।
ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ শিশু  একাডেমি ফেনী শাখার আয়োজনে শোভাযাত্রাটি শহরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা, গণপূর্ত বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.