ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবসে বর্ণাঢ্য র‍্যালি 

ফেনী প্রতিনিধি:  ‘আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রতি বছরের ন্যায় ডায়াবেটিস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। ফিতা কেটে র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, যুগ্ম-সম্পাদক সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), কার্যকরী পরিষদ সদস্য মোসলেহ উদ্দিন বাদল, আবু নাছের চৌধুরী, মজিবুর রহমান ভূঞাঁ, ফরিদ আহাম্মদ ভূঁইয়া, সাহাব উদ্দিন আহমেদ সিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজিব খগেশ দত্ত, সাইফুদ্দিন আহমেদ ও সমিতির আজীবন সদস্যবৃন্দ এবং অত্র হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ অন্যান্য ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র‌্যালিতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

ফেনী সরকারি কলেজ ও সরকারি জিয়া মহিলা কলেজের রোভার স্কাউট/ বিএনসিসি, জয়নাল হাজারী কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী জি.এ একাডেমী, শহীদ মেজর সালাহউদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয়, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর বালিকা বিদ্যা নিকেতন, ফেনী বালিকা বিদ্যা নিকেতন স্কাউট/ গালর্স গাইড, ল্যাবরেটরী হাই স্কুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফেনীর যুব ইউনিট, রোটারিয়ানবৃন্দ, রোটারেক্ট ক্লাব অব ফেনী অপরুপা এর সদস্যবৃন্দ বর্ণিল সাজে অংশগ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.