ফেনীতে বিজ্ঞান মেলার সমাপনী

ফেনী প্রতিনিধি: ফেনীতে  ব্যাপক উৎসাহ  উদ্দীপনা মধ্যে দুই দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারী) শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে শিশু নিকেতন কালেক্টরেট স্কুল মাঠে জমজমাট সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার এন,এম আবদুল্লাহ আল-মামুন ও তমালিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো: শফিউল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রজেক্ট প্রদর্শনী, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.