ফেনীতে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ফেনী প্রতিনিধি: আজ শনিবার ফেনীর সোনাগাজী উপজেলায় একটি পুকুরের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ ভোররাতের দিকে উপজেলার চরচান্দিয়া গ্রামের একটি পুকুরপাড় থেকে ওই সব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ ফেনী সিটিসি১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বিটিসি নিউজকে জানান, আজ ভোররাতের দিকে চরচান্দিয়া গ্রামের বাসিন্দা পৌরসভার কাউন্সিলর ইমাম হোসেনের বাড়ির পার্শ্ববর্তী পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি রিভলভার, দুটি শ্যুটারগান, একটি পাইপগান, ২৪ রাউন্ড গুলি ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আজ দুপুর ১টায় সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.