ফেনীতে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

ফেনী প্রতিনিধি: ফেনীতে মো: সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত শিউলি আক্তার।
আজ শুক্রবার  (২০ আগস্ট) সকালে শহরের নাজির রোড এলাকার চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ষ্ঠ তলা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুবাই প্রবাসী মো: সোহেল-এর সৎ মাকে নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী শিউলি আক্তারের সাথে পারিবারিক কলহ চলে আসছিলো। গত কোরবানী ঈদে প্রবাসী সোহেল দেশে ফিরলে সৎ মায়ের ভরণপোষণ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয়। এরই জেরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তাদের মধ্যে ফের বাকবিতণ্ডা ও হাতাহাতি হলে স্ত্রী শিউলি আক্তার বটি দা দিয়ে স্বামী সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত সোহেল স্ত্রী ও দুই সন্তানসহ সৎ মাকে নিয়ে ঐ ভবনটিতে ভাড়া থাকতেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটুরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.