ফেনীতে দালাল চক্রের ১১ সদস্যের জেল

ফেনী প্রতনিধি: ফেনী  আধুনিক সদর হাসপাতাল অভিযান চালিয়ে ৪ ঔষুধ বিক্রয় প্রতিনিধির জরিমানা ও দালাল চক্রের ৭ সদস্যের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকালে  ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি নুরের জামান চৌধুরীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন  ফেনীর সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা কেন্দ্রে ২৫০ শয্যার বিশিষ্ট ফেনী সদর হাসপাতালে ঔষুধ বিক্রয় কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্ম ও শহরের বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের দালাল এবং সেবাগ্রহিতারা অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার র‌্যাব-৭ এর সদস্যদের নিয়ে সরেজমিনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী।

অভিযানে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প এর সহকারী পুলিশ সুপার মো: জুনায়েদ জাহিদী, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আবু তাহের পাটোয়ারীসহ র‌্যাব সদস্য ও হাসপাতাল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃদেলোয়ার হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.