ফেনসিডিল সেবনের ছবি ফেসবুকে পোস্ট, অতঃপর……………….

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ফেনসিডিল সেবন করেছিলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা ইসমাইল হোসেন (২৮)। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছিলেন। ঘটনার কয়েকঘণ্টা পর পুলিশ গ্রেপ্তার করে তাকে। গতকাল শুক্রবার (১৪ মে) ইসমাইলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইসমাইল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ফেনসিডিলের বোতল মুখে নিয়ে ছবি তুলে ওই ছবি ফেসবুকে পোস্ট করেন ইসমাইল হোসেন। এ ঘটনায় তাকে ধরতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফেসবুকে ছবি পোস্টের ঘটনায় ইসমাইলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.