ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ছোট সিঙ্গিয়া ও ধনতলা ইউনিয়নের বোয়ালিমোর বাজার এলাকা থেকে ১০৪ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল, ২ হাজার ১০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
সোমবার ভোর ৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযান চালায়।
জানা যায়, পঞ্চগড় জেলার আটোয়ারী থানার দিক হতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা এলাকায় দুইজন মাদকদ্রব্য নিজ হেফাজতে বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে আসার সময় ধনতলা ইউনিয়নের বোয়ালিমোড় বাজার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা মিলচাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিল একটি হোন্ডা মোটরসাইকেল ও নগদ ২ হাজার ১০০ টাকা আটক করে পুলিশ। পরে আমানুল্লাহ আমানের তথ্যের ভিত্তিতে তার নিজ ঘরে টেবিলের ভিতর থেকে আরও ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মাদক ব্যবসায়ীরা হলেন, লাহিড়ী ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত সফিকুল ইসলাম ছেলে আমানুল্লাহ আমান (৩৮)  ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সাবুল হককে (৩৭) ।
এঘটনায় বালিয়াডাঙ্গী থানায় পুলিশ ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন একটি মামলা দায়ের করেছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বিটিসি নিউজকে বলেন, আটককৃত আসামীদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.