ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদক পাচারকারী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বাগমারা এলাকা থেকে আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ৯০০ বোতল ফেনসিডিলসহ এক আন্তঃজেলা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশের একটি দল।

আটক মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার গোকুলখালি গ্রামের আব্দুর রশিদ আলীর ছেলে ইয়াছিন আলী রানা (২৮)।

রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ওমর শরীফ বিটিসি নিউজকে জানান, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজেরাই একটি প্রাইভেটকার নিয়ে ডিবির একজন চৌকশ সদস্যকে ওই গাড়ির চালক সেট করে পাঁচশত টাকার নোটের দুটি বান্ডিল দিয়ে চুয়াডাঙ্গায় ফেনসিডিল কিনতে পাঠায়।

সে রাতে চুয়াডাঙ্গা থেকে ওই নয়শ বোতল ফেনসিডিল কিনে তিনটি প্লাস্টিকের বস্তায় ভর্তি করে ফেনসিডিলের মালিক মাদক ব্যবসায়ীকে লক্ষ টাকা নগদ দিয়ে বাকি টাকা দৌলতদিয়া ঘাটে অপর পার্টি অপেক্ষা করছে, এমন তথ্যে ফেনসিডিলের বস্তাসহ ইয়াছিন আলীকে গাড়িতে তুলে নেয়।

আর রাজবাড়ীর ডিবির ওসির নেতৃত্বে একদল পুলিশ রাজবাড়ী সদরের বাগমারা এলাকায় ওৎ পেতে থেকে হাতেনাতে ওই মাদকসহ ইয়াছিন আলীকে আটক করে।

এ বিষয়ে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.