ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুলিশ সুপারের উদ্যোগে রাজশাহীর ০৯ পুলিশ সদস্যকে বিদায়

বিশেষ প্রতিনিধি: চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল (অবসর উত্তর ছুটি) যাওয়া সহকর্মী পুলিশ সদস্যদের বিদায় বেলায় জেলা পুলিশের ব্যবস্থাপনায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য উদ্যোগ গ্রহণ করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)।
এর’ই ধারাবাহিকতায় আজ রোববার (০১ আগস্ট) বেলা ১২ টার দিকে পুলিশ লাইন্সে কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) -তে যাওয়া এএসআই (সশস্ত্র) মো. আব্দুল মান্নান, নায়েক মো. মতিউর রহমান, নায়েক মো. আলাউদ্দিন, নায়েক মো. আব্দুস সালাম, কনস্টেবল মো. আবুল কালাম আজাদ, মো. তসিকুল ইসলাম, কনস্টেবল মো. ইসলাম উদ্দিন, কনস্টেবল মো. মহসীন আলী ও কনস্টেবল মো. ইউনুছ আলীকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় জানানো হয়। এ সময় তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।
বিদায়ী পুলিশ সদস্যগণ তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায় বেলায় পুলিশ সুপারের উদ্যোগে এমন আনুষ্ঠানিক বিদায়ে আমরা অত্যন্ত গর্বিত ও সম্মানিত। এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.