ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১২ বাংলাদেশী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১২ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৭ টায় কাশিপুর বিওপির হাবিলদার মাসুদের নেতৃত্বে ৪ জন পুরুষ ৪ জন মহিলা ও ৪ জন শিশুসহ মোট ১২ জন বাংলাদেশিকে আটক করেন তারা।
জানা যায় ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ করতেন অনুপ্রবেশকারীরা। দালালের মাধ্যমে আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৯৪২-এর ৪ এস-এর নিকট দিয়ে পার হয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন। পথে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। পরে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার বিন্যাবাড়ী গাগলা এলাকার, মৃত দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল জলিল (৫৫), আব্দুল জলিলের স্ত্রী লিলিফা বেগম (৪৫), ছেলে লিমন মিয়া (১২), মেয়ে আফরিনা (০৮), নাগেশ্বরী কুটি বামনডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৬), আনজু বেগম (৩০), সুখাতী বোর্ড ঘরের মৃত রুবেল হোসেনের মেয়ে রুবিনা (০৫), কুটি বামনডাঙ্গার মৃত আব্দুল হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৮), হাফিজুর রহমান এর স্ত্রী আনিচা বেগম (৩২), মেয়ে হামিদা (৮), ছেলে রমজান আলী (৩), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে, জাকির হোসেন (২২)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বিটিসি নিউজকে জানান, আটক ১২ জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দেয়া হয়েছে, অপরাধ ও শিশু বিবেচনায় আটক ৫ শিশুকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে স্বজনদের জিম্মায় ছেড়ে দিয়ে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.