ফুলবাড়ীতে ৫টি ভারতীয় গরুসহ গরু বহনকারী ভ্যানচালক আটক


বিশেষ (রংপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৫টি ভারতীয় গরুসহ কামরুজ্জামান (৩০) নামের একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গত শনিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট ছয়পুকুর এলাকা থেকে ৫টি গরুসহ নছিমন চালকে আটক করা হয়। আটক নছিমন চালক কামরুজ্জামান উপজেলার দৌলতপুর ইউনিয়নের দণিপাড়া গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাফুল ইসলাম বিটিসি নিউজকে জানান, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সীমান্ত দিয়ে ভারতীয় গরু পাচার হওয়ার খবর পেয়ে ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট ছয়পুকুর এলাকার পাকা রাস্তা থেকে নছিমনে করে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ৫টি ভারতীয় গরুসহ নছিমনের চালক কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ১৫ হাজার টাকা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (রংপুর) প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.