ফুলবাড়ীতে জমি কিনে দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার-১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতারণা মামলায় সারেজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার দলদলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, পাবর্তীপুর উপজেলার আমবাড়ী দৌলতপুর গ্রামের মৃত মোখলেসুর রহমান চৌধুরীর জমি-জায়গা দেখভাল করতেন সারেজুল ইসলাম। সে সুবাদে মোখলেসুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক রাব্বীর সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সারেজুল বিভিন্ন সময় রাব্বীর কাছ থেকে টাকা ধার নিতেন। এর মধ্যে জমি কেনার কথা বলে ২৬ লাখ টাকা নেন সারেজুল। কিন্তু জমি কিনে দেননি। টাকা ফেরত চাইলে টালবাহানা করতে থাকেন সারেজুল। টাকা না পেয়ে দিনাজপুর আদালতে প্রতারণা মামলা করেন রাব্বী।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, প্রতারণা মামলায় সারেজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.