ফেনী প্রতিনিধি: ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে মুহূর্তেই পানি ঢুকে গেছে উত্তর বরইয়া গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে। নিচু এলাকা প্লাবিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে। এতে চরম দুর্ভোগে পরে বাসিন্দারা। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। রান্নাবান্না বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণবরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে পানি ওঠায় সেখানে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরশুরাম উপজেলায়ও নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার বিটিসি নিউজকে জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিতে রয়েছে। একটি স্থানে বাঁধ ভেঙে গেছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.