ফিলিস্তিন ইস্যুতে বিভক্ত আরবলীগ

(ফিলিস্তিন ইস্যুতে বিভক্ত আরবলীগ–ফাইল ছবি)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আবর আমিরাতের সাথে ইসরাইলের সাথে সম্পর্ক সাভাবিক করাকে কেন্দ্র করে আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) আলোচনায় বসতে যাচ্ছে আরবলীগের সদস্য দেশগুলো।

ভার্চুয়াল এ আলোচনায় মধ্যপ্রাচ্যের পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষজ্ঞরা অংশ নিবে।

ফিলিস্তিনের নেতৃত্বের সামনে এ বৈঠকটি নতুন একটি পরিক্ষা হিসেবে মনে করা হচ্ছে। ২০০২ সালের আরব শান্তি চুক্তির উপেক্ষা করে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করায় আমিরাতের কড়া সমালোচনা করে ফিলিস্তিন।

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করেই সমাধান চাইছে সৌদি আরব। অন্যদিকে সৌদির আকাশ ব্যবহারের অনুমতি পেয়েছে ইসরাইল। ফলে ইসরাইলের সাথে নতুন করে সম্পর্ক তৈরীতে আরব দেশগুলো আরও বেশী উৎসাহি হয়ে ওঠে কিনা সেটাও সামনে আরও বেশী স্পষ্ট হয়ে যাবে।

 

আরব দেশগুলোর মধ্যে কেউ কেউ ইসরাইলের সাথে সম্পর্ক তৈরীকে সমর্থন করলেও ইরান এবং তুরস্ক এ চুক্তির কঠোর সমালোচনা করেছে।

ফলে ইসরাইল ইস্যুতে নতুন করে বিভক্তি দেখা দিতে পারে আরবলীগ ও মধ্যপ্রাচ্যে। (সূত্র: আল জাজিরার)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.