ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করল রুশ চেচনিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজা থেকে বাস্তুচ্যুত হওয়া ২শ’ ফিলিস্তিনিকে অ্যাপার্টমেন্ট দিচ্ছে রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচেন প্রজাতন্ত্র। শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে, রাশিয়ার মুসলিমপ্রধান এই প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ ঘোষণা দিয়েছিলেন যে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অ্যাপার্টমেন্ট করে দেয়া হবে। সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি।
রমজান কাদিরভের মা আয়মানি পরিচালিত একটি দাতব্য সংস্থা পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। এই অ্যাপার্টমেন্ট ভবনগুলোতেই ২শ’ ৯জন জন ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া হবে। তারা এখানে স্থায়ীভাবে বসবাস করবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.