BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে নিহত-১, নিখোঁজ অন্তত-৩০

ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে নিহত-১, নিখোঁজ অন্তত-৩০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের সেবু সিটির বিনালিউ ল্যান্ডফিলে একটি বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে ৩০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সংঘটিত এই দুর্ঘটনার পর উদ্ধারকারীরা আবর্জনার নিচ থেকে ১২ জন স্যানিটেশন কর্মীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন, যাদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের মধ্যে অধিকাংশই ওই ল্যান্ডফিলে কর্মরত শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।

সেবু সিটির মেয়র এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকাটি এখনও ঝুঁকিপূর্ণ থাকায় এবং পুনরায় ধসের আশঙ্কা থাকায় উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সেবু সিটির মেয়র নেস্টর আর্কাইভাল ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন যে, নিখোঁজদের খুঁজে বের করতে বর্তমানে ৩০০ জনেরও বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। তবে তিনি সতর্ক করে বলেন যে, এটি কোনো সাধারণ ভূমিধস নয় যেখানে কেবল খনন করলেই সমাধান পাওয়া যাবে।

আবর্জনার স্তূপ সরাতে গেলে পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। বেসরকারি মালিকানাধীন এই ল্যান্ডফিলে বর্তমানে একাধিক খননযন্ত্র, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের স্বজনরা দুর্ঘটনাস্থলের আশেপাশে ভিড় জমিয়েছেন এবং উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে আছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে সেবু সিটি কাউন্সিলর জোয়েল গারগানেরা স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন যে, অত্যন্ত দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণেই এই বিপর্যয় ঘটেছে। তার দেওয়া তথ্যমতে, ল্যান্ডফিলের অপারেটররা নিয়মবহির্ভূতভাবে আবর্জনার স্তূপ কেটে মাটি উত্তোলন করেছিলেন এবং সেই শূন্য স্থানে পুনরায় অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলেছিলেন।

এর ফলে বিশাল এই স্তূপটি ভারসাম্য হারিয়ে ধসে পড়ে। তিনি আরও অভিযোগ করেন যে, জায়গাটি কার্যত একটি অনিয়ন্ত্রিত ‘খোলা ডাম্পিং সাইটে’ পরিণত হয়েছিল, যা দীর্ঘদিনের অবহেলার ফসল।

বর্তমানে উদ্ধারকারীরা ধীরগতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে ময়লা সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। সেবু সিটি কাউন্সিল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই ঘটনার জন্য দায়ী ল্যান্ডফিল অপারেটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার পর বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলোর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ