ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প: নিহত ২

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬। এতে এখন পর্যন্ত ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একথা জানায়। (খবর এএফপি ও আল-জাজিরার)।

আল- জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটির দাভাও দেল সার অঞ্চলের একজন বাসিন্দা নিহত তার বয়স ১৫। এছাড়া অপর নিহত আরেক জনের বয়স ৬৬, তিনি করোনাদাল শহরের বাসিন্দা।

দেশটির এক রেডিও স্টেশন জানায়, তুলুনান অঞ্চলে ভূমিকম্পের ফলে একটি স্কুলের ভবন ধসে যায়। এতে ওই স্কুলের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়,ভূমিকম্পটি মিন্দানাও দ্বীপে আঘাত হানে। এ মাসের গোড়ার দিকে এ অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

সংস্থাটি জানায়, প্রকৃতপক্ষে রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.৮। তারা আরো জানায়, এতে সুনামির কোন হুমকি নেই।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.