ফিফা র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে লাল সবুজের বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্কলাওসকে হারিয়ে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া কাতার বিশ্বকাপের মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আনন্দের এই মুহূর্তে আরও একটি সুখবর বাংলাদেশের ফুটবলের জন্য।

ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের।

ফুটবলের সর্বোচ্চ সংস্থার নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।

লাওসের ঘরের মাঠে তাদের ১-০ তে হারায় টাইগাররা আর দেশের মাটিতে গোলশূন্য ড্র করে পরের পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আর তারই উপহার স্বরূপ ফিফার সবশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮তম। আর রেটিং পয়েন্ট ৯০৯ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯২২। লাওসের বিপক্ষে ম্যাচের পরেই পয়েন্ট বেড়েছে ১৩। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.