ফিফার সভাপতি ইনফান্তিনো বাফুফে ভবন পরিদর্শন করলেন

বিটিসি স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতিঝিলের (বাফুফে) ভবন পরিদর্শন করেছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আজ বৃহস্পতিবার দুপুরে ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন এবং বাফুফে ভবন সংলগ্ন টার্ফে কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি।

তার আগে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকায় অবতরণ করে ফিফা প্রধানকে বহন করা বিমানটি।

এসময় ফিফা বস ক্ষুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটান। উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুশের্দী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ফিফা ও এএফসির নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদসহ অন্যান্যরা।

এদিন আজ সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিফা সভাপতি। এসময় প্রধানমন্ত্রীকে ফিফার জার্সি উপহার দেন ইনফান্তিনো। অন্যদিকে ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানকে বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রদান করেন শেখ হাসিনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.