ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

 

বিটিসি স্পোর্টস ডেস্ক: চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অপ্রতিরোধ্য ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে ভারতের সামনে ১০ বছর পর বিশ্বকাপের ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ। ইংল্যান্ডকে হারিয়ে ২০১৪ সালের পর ফের ফাইনাল খেলতে মরিয়া টিম ইন্ডিয়া।
এদিকে ভারী বৃষ্টিতে ভেসে যাওয়ার আশংকা আছে জমজমাট এই লড়াইয়ের। বৃষ্টি বাধায় মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর মাঠে গড়িয়েছে টস।
বৃহস্পতিবার (২৭ জুন) হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ভারত ও ইংল্যান্ড উভয় দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেট), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডান, জোফরা আর্চার, আদিল রশিদ ও রিস টপলি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.