ফাইনালের ভুলের জন্য ক্ষমা চাইলেন কারিয়াস

 

বিটিসি নিউজ ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোলরক্ষক লোরিস কারিয়াসের দুটি বড় ভুলে লিভারপুলের শিরোপা জেতার আশা শেষ হয়ে গিয়েছিল। এই ভুলের মাশুল ক্যারিয়ারের বাকিটা সময় হয়ত আর কোনভাবেই দিতে পারবেন না ২৪ বছর বয়সী এই জার্মান গোলরক্ষক। ম্যাচ শেষে পুরো ক্লাবের কাছে তাই ক্ষমা চেয়েছেন কারিয়াস।
বদলী খেলোয়াড় গ্যারেথ বেলের দুই গোলে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিতেছে গ্যালাকটিকোরা।

কিন্তু মাদ্রিদের এই জয়ে কারিয়াসের হেঁয়ালিপনা বিশাল প্রভাব ফেলেছে। কিয়েভে কারিয়াসের প্রথম ভুলে করিম বেনজেমা গোল করে মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন। সাদিও মানের সমতার পরে বেলের দুর্দান্ত ওভারহেড কিকে আবারো এগিয়ে যায় জিনেদিন জিদানের দল। তবে বেলের দ্বিতীয় গোলটি ধরতে গিয়ে কারিয়াস যে ভুল করেছেন তা ছিল ক্ষমার অযোগ্য। বেলের দুরপাল্লার শট কারিয়াসের হাত ফসকে জালে জড়ালে লিভারপুল সমর্থকরা হতবাক হয়ে যায়।

ম্যাচ শেষে কান্নায় ভেঙ্গে পড়েন কারিয়াস। ইউক্রেনে লিভারপুলের এই পরাজয়ের সব ব্যর্থতা তিনি নিজের বলে স্বীকার করেছেন। কারিয়াস বলেন, ‘এই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারছিনা। আজ আমি দলকে হারিয়েছি। সকলের জন্য আমি দু:খ প্রকাশ করছি। আমার ভুলেই আজ শিরোপা হাতছাড়া হয়েছে। এজন্য আমি পুরো ক্লাবের কাছে ক্ষমাপ্রার্থী। একজন গোলরক্ষকের জন্য এটাই জীবন। সব কিছুকে পিছনে ফেলে আবারো সামনে এগিয়ে যেতে হবে। তবে এই মুহূর্তে আমি সত্যিকার অর্থেই সকলের জন্য দু:খিত।( সূত্র: বাসস )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.