প্রেস বিজ্ঞপ্তি: ফলোআপ চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যাচ্ছেন ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান।
আগামী ২৩ আগস্ট রাতে কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর শাহ মখদুম দরগা মসজিদে তার নিরাপদ যাত্রা ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মসজিদের খাদেম মো. আব্দুল মতিন।
এ সময় অন্যান্যের মাঝে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মো. শরিফ উদ্দিন, সদস্য আব্দুল আজিজ, আব্দুল হাকিম রাজা, আরিফুল ইসলাম, রায়হানুল ফেরদৌস রাসেল, এটিএন বাংলার ক্যামেরা পার্সন মো. মুরাদ, সোনার দেশের বিজ্ঞাপন প্রতিনিধি শফিকুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন।
কলকতায় গিয়ে কিডনি বিশেষজ্ঞ ডা. অভিজিত তরফদার ও চোখের সমস্যায় ডা. সুচেতনা মুখার্জির কাছে চিকিৎসা নেবেন সাংবাদিক সাইদুর রহমান। এরপর দেশে ফিরবেন। তার নিরাপদ যাত্রা ও সুস্থতা কামনা করেছেন বিশিষ্টজনরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.