ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোররাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
ফরিদপুর সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল অভিযান শুরু করে।
অভিযানে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, কার্তুজ (১২ গজ), ১০টি ঢাল, সাতটি বর্শা, আটটি কাস্তে, ছয়টি রামদা, পাঁচটি ছোট ছুরি, ৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকার ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।
আটকরা হলেন- মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), পারভেজ ফকির (২৫), নাজমুল (২৩), আজিম মোল্লা (২৭), শাজাহান শেখ (৩৬), রবিউল মোল্লা (৩০), ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০), জয়নব বেগম (৬০) এবং আরও দুই কিশোর।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী বলেন, আটকরা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

















